বগুড়ার কাহালুতে কালাই ঘোনপাড়া গ্রাম মানচিত্র থেকে ভূমিদস্যুদের কারণে হারিয়ে যেতে চলেছে

অপরাধ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলা কাহালু উপজেলার কালাই ইউনানের কালাই ঘোনপাড়া, শিবতলা হাট, পাইকপাড়া, ফকির পাড়া, হিন্দু পাড়া, জাঙ্গালপাড়া পাশে নাগর নদী ছোট নদী দেখলে মনে হয় প্রশান্ত মহাসাগর। নাগর নদী আজ ভূমিদস্যুদের কবলে পড়ে সাগরে পরিনত হয়েছে দেখার কেহু নেই। নদী থেকে বালু মাটি পাশে ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছ ভূমিদস‍্যূরা। এগুলো গ্রামের রাস্তা দিয়ে প্রতিদিন ১০০ থেকে ২০০ মাটি বালু ভত্তি ট্রাক চলাচল করে নিয়ে যাচ্ছে পাশের অবৈধ কয়েকটি ইট ভাটায় দেখার কেহু নাই। গ্রামে কোন কেহু বাধা দিলে ভূমিদস‍্যুরা বিভিন্ন রকম ভয়ভীতি হয়রানির শিকার হয়। কারণ এখানে কয়েক জনের ভূমিদস‍্যূদের মাটি কাটা সমবায় সমিতি আছে তার সভাপতির কাজ প্রশাশন ম‍্যানেজ করা। বতর্মানে কয়েকটি পয়ন্ট থেকে মাটি বালু নিয়ে যাচ্ছে যেমন কালাই ঘোনপাড়া, শিবতলা শর্শান, পাইকপাড়া, কালাই খাঁ পাড়া, কালাই ফকির পাড়া, জাঙ্গাল পাড়া। এলাকার লোকজনের প্রশাসনের কাছে একটাই দাবি পৃথিবীর মানচিত্র থেকে যেন এগুলো গ্রাম মিশে না যায় ভূমিদস‍্যূদের হাত থেকে এগুলো গ্রাম ও নাগর নদী রাক্ষা করতে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.