মতিন খন্দকার টিটু :
সাবগ্রাম নারুলী তথা পূর্ব বগুড়ার শীর্ষ সন্ত্রাসী শ্রী জুয়েল সরকার ওরফে হাঁড়ি জুয়েলকে আটক করেছে সদর থানা পুলিশ। গতরাত সাড়ে দশটার দিকে সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ জুয়েলকে কাহালু থানা এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে তার কাছে একটা পিস্তল থাকার কথা স্বীকার করলে তাকে নিয়ে তার বাড়ি সাবগ্রামে অভিযান চালানো হয়। সেখানে তার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার দেখিয়ে দেয়া মতে একটি বিদেশি পিস্তল, দুইটা ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। হাঁড়ি জুয়েলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা চাঁদাবাজি,হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে। সে গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে জানা গেছে।