বগুড়ায় একাধিক ছাত্রকে বলাৎকার মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অপরাধ

মুহাম্মদ মতিন খন্দকার টিটু :
বগুড়ায় একাধিক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে ওমর ফারুক (৩৫) নামের এক কওমী মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর ফারুক বগুড়া শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া সদরের গোকল ইউনিয়নের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমী মাদ্রাসার শিক্ষক।এলাকাবাসীর বরাত দিয়ে থানা পুলিশ জানায় গ্রেফতারকৃত ওমর ফারুক ওই মাদ্রাসাতেই অবস্থান করতেন। গত রমজান মাসে মাদ্রাসায় অবস্থানকালে কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেন। ঈদের ছুটি শেষে মাদ্রাসা খুললে ছাত্ররা সেখানে যেতে আপত্তি করে। এতে ছাত্রদের অভিভাবকেরা মাদ্রাসায় যেতে না চাওয়ার কারণ জানতে চাইলে ছাত্ররা বলাৎকারের বিষয়টি অভিভাবকদের জানায়।
এ খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদ্রাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মাদ্রাসা শিক্ষক ওমর ফারুককে গ্রেফতার করে। ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান মাদ্রাসা আবাসিকে থাকা বেশ কয়েকজন ছাত্রকে বলাৎকার করেছেন ওই শিক্ষক। তাদের মধ্যে দু’জন ছাত্র ও তাদের অভিভাবককে থানায় পাঠানো হয়েছে অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। উল্লেখ্য যে লম্পট ফারুক ইতিপূর্বেও সদরের মথুরা মদিনাতুল ওলম কওমী হাফেজিয়া মাদ্রাসায় একই অপরাধ করার দায়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। অভিভাবক ও এলাকাবাসী লম্পট ফারুকের কঠিন শাস্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.