বিশেষ প্রতিনিধি :
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার সকাল ১১ টায় বগুড়া সদর থানার শহরের খান্দার বিল পশ্চিমপাড়া থেকে ১ কেজি গাঁজাসহ রেবা বেগম (৫৬) এবং মহাস্থান এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ হাবিবুর রহমানকে (১৯) গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোঃ আছলাম আলী পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃধক দুটি অভিযান পরিচালনা করা হয়। ১ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত নারী বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার আব্দুর রহমান ওরফে লালু মিয়ার স্ত্রী রেবা বেগমের নামে একাধিক মামলা রয়েছে। সে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে দির্ঘদিন ধরেই কৌশলে গাঁজা বিক্রি করে আসছিল। জেলা পুলিশ সুপা মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় বিকাল ৪টায় জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থান এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানার শঠিবাড়ি হাছনাবাদ ইউপি আব্দুস সোবাহানের পুত্র হাবিবুরকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে বাসে করে কুড়িগ্রাম থেকে বগুড়ায় এসেছিল। দুটি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।