বগুড়ায় সচেতনতামূলক প্রচারনায় সেনা সদস্যরা

অন্যান্য

মতিন খন্দকার টিটু :
বগুড়ায় করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সচেতনতামূলক প্রচারনা ও সাধারণ মানুষকে সতর্ক থাকার কাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার সকাল থেকে বগুড়া শহর ও সকল উপজেলায় এ প্রচারনা করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণরোধে কার্যক্রমে সেনা সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কাজ শেষে তারা সেনানিবাসে ফিরে যাবেন। আজ বুধবার বগুড়া শহরের সাতমাথায়, ঠনঠনিয়া, তিনমাথা, নবাববাড়ি সড়ক, বড়গোলাসহ বিভিন্ন এলাকায় হাত মাইকে এই প্রচার প্রচারনা চালায়। বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সাতমাথা দিয়ে গাড়ীতে করে টহলকালে দেখা গেছে হ্যান্ড মাইকে বিভিন্ন ধরনের সচেতনতামূল প্রচারনা করছেন সেনা সদস্যরা।
এদিকে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় দোকান পাট বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। ফাকা হয়ে গেছে শহর। প্রয়োজনীয় দোকান ও ওষুধ, ক্লিনিক এবং পাড়া মহল্লায় দোকান খোলা থাকতে দেখা গেছে। তবে এখনো শহরবাসির মধ্যে থেকে করেনা ভাইরাসের আতঙ্ক দূর হয়নি। অনেক পরিবার তাদের নিজ বাড়িতে অবস্থান করছে। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, সেনা সদস্যরা প্রচারনামূলক কাজ শুরু করছে। শহর সহ গোটা জেলায় প্রচারনা অব্যহত থাকবে। তিনি কোথাও কোন জনসমাগমের মত কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। যারা বিদেশ ফেরত তাদের আত্মগোপন সম্পর্কে প্রকৃত তথ্য প্রদানের জন্য জনপ্রতিনিধি বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের জেলা প্রশাসন ও সেনা সদস্যদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.