বগুড়া গাবতলীতে সরকারি ঘর পাইয়ে দিতে ঘুষ গ্রহনের টাকা ফেরত চাওয়ায় মারপিট

অপরাধ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে সরকারী ঘর পাইয়ে দিতে উৎকোচ গ্রহণের টাকা ফেরত চাওয়ায় মোতাহার হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর মহিষাবান ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার ও মড়িয়া গ্রামের মোবারক সরকারের ছেলে আঃ সামাদ দুদু সরকার প্রায় ১বছর আগে একই গ্রামের লালু মোল্লার ছেলে মোতাহার হোসেনের কাছ থেকে সরকারী ঘর পাইয়ে দেয়ার কথা বলে নগদ ২০হাজার টাকা উৎকোচ গ্রহণ করে। কিন্তু প্রায় ১বছর পেরিয়ে গেলেও সরকারী ঘর পাওয়া হয়নি মোতাহার হোসেনের। ঘর পাওয়ার জন্য দুদু মেম্বারকে দেয়া টাকা ফেরত চাইতে গেলে আজ নয় কাল বলে নানাভাবে তালবাহানা করতে থাকে দুদু মেম্বার। ভূক্তভোগী মোতাহারের পিতা লালু মোল্লা গত ১০ মে সকালে দুদু মেম্বারের কাছে টাকা চাইতে গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। এ নিয়ে উভয়ের মধ্যে তখন ধাক্কাধাক্কি হয়। পরে মোতাহারকে মারপিট করে গুরুত্বর জখম করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। আহত মোতাহার বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মোতাহার হোসেন বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আঃ সামাদ দুদু সরকার, ভাই স্বপন সরকার ও দুলু সরকারকে অভিযুক্ত করে ওইদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে থানার ওসি নুুরুজ্জামানের সঙ্গে কথা বললে তিনি জানান, মোতাহারের কোন অভিযোগ পাইনি। তবে দুদু মেম্বার মারপিটের শিকার হওয়ায় মোতাহারের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.