বগুড়া জেলার সােনাতলায় বসতবাড়ীতে শর্ট সার্কিটের অগ্নিকান্ডে ০৪ টি ঘর পুড়ে ছাই

দুর্ঘটনা

রাকিব মাহমুদ ডাবলু :
বগুড়া জেলার সােনাতলা উপজেলার পৌর এলাকায ২২ আগষ্ট রবিবার দুপুরে কামার পাড়া গ্রামে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ০৪ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে দুটি পরিবারে প্রায় ০৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধন হয়েছে। প্রায় ১ঘণ্টা ব্যাপী প্রচেষ্টায় গ্রামবাসী ও ফায়ার ব্রিগেড সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ০৪ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কথা শুনে পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নানু তাৎক্ষনাত ঘটনা স্থলে ছুটে যান ক্ষতি গ্রস্থ
পরিবারদের শান্তনা দেন এবং ০২ টি পরিবারে মধ্যে
সংঙ্গে সংঙ্গে নগদ ৩০ হাজার বিতরণ করেন। আগুনে পৌর এলাকার কামার পাড়া গ্রামের মৃত আজিজার প্রামানিকের ছেলে টুকু প্রামানিক,ছেলে বিষু প্রামানিক ও সােনামিয়া প্রামানিকের ০২ ছেলে আব্দুর রশিদ এবং ফরিদুল ইসলামের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘর গুলােতে থাকা ১৫০ মন ধান সহ বস্ত্র,সমস্ত আসবাব পত্র ও নগদ টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নি কাণ্ডে ০২ টি পরিবার সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙ্গে পরে তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন ও সােনাতলা থানা অফিসার ইনচার্জ
রেজাউল করিম রেজা ঘটন স্থল পরিদর্শন করেন।
সােনাতলা ফায়ার ব্রিগেড ইনচার্জ আরজু ইসলাম
জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নি কাণ্ডের সূত্রপাত ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published.