বগুড়া পৌরসভার কাউন্সিলরদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

অন্যান্য

মুহাম্মদ মতিন খন্দকার টিটু :
বগুড়ায় নব-নির্বাচিত কাউন্সিলদের নিয়ে মতবিনিময় করেছে জেলা পুলিশ। শনিবার রাত ৯ টায় পুলিশ সুপার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে ২১ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরেরা অংশ নেন। তবে ১৫ নম্বার ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম জেলহাজতে থাকায় অংশ নিতে পারেননি। মতবিনিময়ে সোমবার থেকে শুরু হওয়া লকডাউন পরিস্থিতিতে করণীয়, শহরে মাদক নির্মূলসহ ফুটপাত দখল মুক্তের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পুলিশ সুপার কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন আপনাদের এলাকার উন্নয়নের সৎ ইচ্ছা আপনাদের নিতে হবে। মাদক নির্মূল ও ফুটপাত দখলমুক্ত এবং চাঁদাবাজি বন্ধে আপনাদের কাজের গতি বাড়ানো এবং সহযোগিতা করতে হবে।আপনারা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। এ ৫ বছরে এমন কাজ করবেন যাতে আবারও আপনারা নির্বাচিত হতে পারেন। আপনাদের ইতিবাচক সব কাজে জেলা পুলিশ সহযোগীতা করবে।
পরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরাও তাদের কাজের বিভিন্ন বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। ওই সময় প্র‍তি ওয়ার্ডের কাউন্সিলরা নিজ নিজ এলাকায় অন্তত ১০টি করে সিসিটিভি ক্যামেরা স্থাপনে প্রতিশ্রুতি দেন৷ সভায় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, (অপরাধ) আব্দুর রশিদ, (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ, সদর থানার ওসি সেলিম রেজা, ডিবির ওসি আব্দুর রাজ্জাক ও সকল ফাঁড়ির ইনচার্জ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.