মুক্তারুজ্জামান :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু স্মৃতি সংসদের আয়োজনে কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের ১২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় এ উপলক্ষে বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানিয় কাউন্সিলর হুমায়ন কবির বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক মামুন উর রশিদ মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মো. আইনুল হক, প্রাক্তনছাত্র তরিকুল ইসলাম জেন্টু ও রবিউল ইসলাম মিজ্জু প্রমূখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু স্মৃতি সংসদের আয়োজনে প্রতি বছরই কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য তিনটি ল্যাবটব প্রদান করা হয়েছে।