বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে উন্নয়ন কর্মকান্ডে অনিয়মের অভিযোগ

অপরাধ

বরগুনা প্রতিনিধি :
বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়বুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ স্বপন গাজী এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কর্মসূচির আওতায় বরগুনা জেলার সদর উপজেলা ৪ নং কেওরাবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোটবাড়িয়া গ্রামের গনি মৃধার বাড়ি থেকে পূর্ব দিকে শামিম মৃধা বাড়ি পর্যন্ত এবং তুলসীবাড়িয়া গ্রামের শামসু খান বাড়ি থেকে পূর্বদিকে মালেক খানের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার জন্য দুইটি প্রকল্প বরাদ্দ হয়। প্রকল্পের নং-সা/তয়/০৪/ ২০২০/২০২১ অর্থ বছরে কাবিখা প্রকল্প নামে সরকারিভাবে ওই প্রকল্পে অর্থ বরাদ্দ হয় ৩লক্ষ ৩১হাজার ৭০০ টাকা। প্রকল্প দুটি কাজ না করে বর্তমান মেম্বার মোঃ স্বপন গাজী ভুয়া একটি কমিটি দিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগসাজশে কাজ না করে ওই প্রকল্পের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেন। কমিটির মোঃ ফজলুল হক এর সাথে কথা বলে জানা যায় তিনি কমিটিতে সদস্য আছেন তিনি নিজেও জানেন না। অভিযোগকারী আউয়াল ও স্থানীয় মোঃ সামসুল হক খান ইউনুস খান মালেক খান মোঃ জলিল খান কাঞ্চন আলী খান মোহাম্মদ আলী হাওলাদার বলেন এই প্রকল্পের দশ বছরেও মাটির কাজ হয় নাই ভুয়া কমিটি দিয়ে স্বপন গাজী মেম্বার সরকারি টাকা আত্মসাৎ করেছে ।
আমরা এর সঠিক বিচার চাই। কাজের বিষয়ে জানতে চাইলে বর্তমান মেম্বার স্বপন গাজী কাজের সত্যতা স্বীকার করে বলেন আমি কাজ করি নাই আমার বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে পিআইও অফিসে টাকা দিয়ে বিল পাস করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অলিউল্লাহ বলেন আমি অসুস্থ ছিলাম কাজ দেখতে পারি নাই মেম্বার আমার স্বাক্ষর নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.