বরগুনা প্রতিনিধি :
আলেয়া বরগুনা টাউন ব্রীজের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বরগুনার জেলা প্রশাসক মহোদয় তাকে একটা ঘরের ব্যবস্থা করে দিবেন বলেছিলেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাও বিষয়টি জানেন। কিন্তু তার ভাগ্যে জোটেনি। প্রকৃত পক্ষে আলেয়ারা ঘর পায় না। ঘর পায় তারা যাদের আছে সবকিছু।
অপরদিকে রেহেনা বেগম থাকেন বরগুনা নৌবন্দর ভবনের যাত্রী রুমে। বেতাগীর ছোপখালী গ্রামে তার বাড়ি ছিল। নদী ভাঙ্গনে সব হারিয়ে দীর্ঘদিন ধরে বরগুনায় থাকেন। ঝিয়ের কাজ করে নিজের ভরণপোষণ চালাচ্ছেন। কিন্তু থাকার জায়গা অনিশ্চিত।
এই দুই অসহায় নারীর কারো স্বামী নেই। পায়ের নিচে মাটিও নেই। অথচো মুজিব শতবর্ষ উপলক্ষে শুনেছি সকল গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। তা কি হচ্ছে এরা কি গৃহহীন থেকে যাবে?
বরগুনা জেলা প্রশাসন সহ সকলের সুদৃষ্টি কামনা করছি