বরগুনায় এনসিটিএফ এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অন্যান্য

মোহাম্মদ মেজবাহ উদ্দিন বরগুনা থেকে :
এনসিটিএফ বরগুনা উপজেলা সদস্যদের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর পূর্বে এনসিটিএফ শিশুরা বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পন করে। এনসিটিএফ সভাপতি সাফায়াত আরেফিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল। এছাড়াও সভায় শিশু আলোচকদের মধ্যে আলোচনায় এনসিটিএফ এর আয়সা আক্তার রিতু, রাইয়ান রহমান, রিফাহ তাসনিয়া পুন্যি, তাইয়েবা ইসলাম অরনী,আকিব হোসেন রাফি, জান্নাতুল রামিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন এনসিটিএফ সাধারণ সম্পাদক উম্মে হাবিবা রূপা।
সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরে বিশেষ আলোকপাত করা হয়। প্রধান অতিথি কাজী মুহাম্মদ ইব্রাহিম বলেন, আমাদেরকে অবশ্যই বাংলা ভাষার ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানুষ হিসেবে বিশ্বের দরবারে নিজদেরকে তুলে ধরতে হবে। মনে রাখতে হবে একুশ আমাদের অহংকার। একুশের চেতনা আমাদের মাঝে প্রজ্জ্বলিত থাকবে এ কামনা করেন। সভায় শিশুদের মাঝে বাংলা ভাষার ইতিহাস ও বাংলাদেশের জন্ম বিষয়ে বিশেষ আলোকপাত করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল ও বিশিষ্ট মুক্তি যোদ্ধা সুরঞ্জনশীল। আলোচনা শেষে বরগুনা উপজেলা এনসিটিএফ এর সভাপতি সাফায়াত আরেফিন অতিথিবৃন্দদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.