অনলাইন ডেস্ক রিপোর্ট :
তিনটি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক্ষেত্রে তারা প্রতি পরীক্ষার জন্য সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা নিতে পারবে।
গত ২৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এভার কেয়ার, স্কয়ার ও ইউনাইটেড- এই তিন হাসপাতালকে করোনা শনাক্তকরণ পরীক্ষা করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান নাসিমা সুলতানা।
ওই তিনটি হাসপাতাল শুধু তাদের ইনডোরে চিকিৎসাধীন সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষা করতে পারবে। এখানে বহির্বিভাগের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।