বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অন্যান্য

মিলন বৈদ্য শুভ চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান,আলোচনা সভা, শপথ গ্রহণ,সম্মাননা প্রদান, নৃত্য, মনোজ্ঞ সাংস্কৃতিক ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভ উদ্বোধক পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।
আশীর্বাদক বিবিপি কেন্দ্রীয় কমিটি প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
শপথ বাক্য পাঠ করান বিবিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি নারায়ণ মজুমদার।
প্রধান বক্তা বিবিপি কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি অরুণ কান্তি মল্লিক।
মহান অতিথি বিবিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, বিবিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব দে শম্ভু, বিবিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাল দে,বিবিপি চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যাপক প্রদীপ দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সঞ্জয় ঘোষ, চট্টগ্রাম উত্তর জেলা কমিটির উপদেষ্টা অশ্রু চৌধুরী, বিবিপি হাটহাজারী উপজেলার প্রধান পৃষ্ঠপোষক ইমন শীল রবিন,চট্টগ্রাম উত্তর জেলা কমিটির কার্যকরী সভাপতি ঝন্টু কুমার শীল, চট্টগ্রাম উত্তর জেলা কমিটির উপদেষ্টা ডাঃ সুপন বিশ্বাস। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি পলাশ সেন।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্য।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিটন মহাজন।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন রণধীর দে ও রিনিক পাল মুন।
এতে আরো উপস্থিত ছিলেন
উত্তম চৌধুরী, রনজিত চৌধুরী,পরিতোষ শীল, বাবু দে রণি, তপন বৈদ্য, ডাঃ উজ্জ্বল দে, পঙ্কজ মহাজন, অরবিন্দু বৈদ্য, রূপন কান্তি দে,পলাশ দত্ত,আশিষ দে, অভি দত্ত,অপু মহাজন,সুজন দে, জনি দে,সুমন শীল, জনি দত্ত,সৈকত মল্লিক,প্রিন্স চৌধুরী, রানা দাশ, সুদীপ্ত চৌধুরী, শতাব্দী চৌধুরী, জয়শ্রী শীল,পিয়াংকা দত্ত,জয় চৌধুরী, মুনমুন ধর,অমিতা দাশ,কাঁকন দে, হ্যাপি শীল,অঞ্জু দে,প্রিয়ম দে, প্রিতম দে,সপ্নিল চৌধুরী,সজিব মহাজন, প্রিয়ম শীল, অপু দাশ, অভয় দাশ,প্রিয়ম সেন,সুমন জয় ধর, এলেন দে,বিল্পব দে, জনি দত্ত।
এতে বক্তব্য রাখেন, পৃষ্ঠপোষক, উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.