ভারতে একদিনে ৩৫ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ৪৮৩ জন। শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটিতে সর্বশেষ তথ্য নিয়ে মোট করোনা সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ১২ লাখ ৯৩ হাজার ৬২। মোট মৃত্যু হয়েছে চার লাখ ১৯ হাজার ৪৭০ জন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এক মাসের বেশি সময় ধরে দৈনিক তিন শতাংশের নিচে করোনা শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল দুই দশমিক ১৪ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি-না, তা বোঝার একটি নির্দেশক হল রোগী শনাক্ত হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

এছাড়া ভারতে করোনা থেকে রোগীদের সেরে ওঠার হার বাড়ছে। পাশাপাশি দেশটিতে ৪২ কোটির বেশি মানুষকে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার প্রায় ৫০ লাখ মানুষ টিকা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.