মহা-সড়কে যানজট নিরসনে ফুটপাতে অবৈধ দখল মুক্ত রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের অঙ্গিকার – হাইওয়ে ওসি ফিরোজ

অন্যান্য

বিশেষ প্রতিনিধি :
জনতাই পুলিশ আর পুলিশই জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ জনগনের বন্ধু এই মূল-মন্ত্র কে ধারণ করে নিরলস ভাবে মানুষের সেবায় নিয়োজিত আছেন গাজীপুর সালনা হাইওয়ে থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা I মহাসড়কে নিরলসভাবে ২৪ ঘন্টা সেবা থ্রী-হোলারসহ অবৈধ যান চলাচলে নিয়মিত অভিযান যানজট মুক্ত ফুটপাত অবৈধ দখল মুক্ত মহাসড়কেই শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের একমাএ অঙ্গীকার বলে জানান গাজীপুর সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি);মোঃ ফিরোজ হোসেন I তিনি দৈনিক বাংলা খবর’কে জানান ঢাকা-উওর-বঙ্গের লাইফ লাইন খ্যাত এই মহা-সড়কটিতে প্রতিদিন বিভিন্ন প্রকার হাজার হাজার যানবাহন চলাচল করে,যেহেতু মহাসড়কে দ্রুত গতিতে গাড়ী চলাচল করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনাও ঘটে I আমি এই থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় দুই মাসে আমার থানার আওতাভুক্ত এরিয়াতে দুর্ঘটনা ঘটার দ্রুত সময়ে মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনা কবলিত গাড়ী সহ জান-মাল রক্ষার্থে জটিল এবং বড় ধরনের কোন দুর্ঘটনাও যদি ঘটে সেই ক্ষেত্রেও আমি স্পেশালি আমার উর্ধ্বতন অফিসারদের সহযোগিতা নিয়ে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সহ আমার সহ- কর্মীদের সহযোগিতায় যানজট মুক্ত করে থাকি এবং মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে দিক বিবেচনা করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি I ওসি ফিরোজ হোসেন আরো জানান, মহা-সড়কে দুর্ঘটনা এড়াতে বেপরোয়া গাড়ী চলাচলে স্প্রীডগানের মাধ্যমে গাড়ীর স্প্রীড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি, সড়কে যানজট মুক্ত রাখতে আমি আমার থানার নির্ধারিত এরিয়াতে অবৈধ ভাবে ফুটপাত এবং হকার দখল মুক্ত রাখতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছি I এছাড়াও আমি এই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত গাড়ীর ড্রাইভার,হেলপার এবং মোটর শ্রমিক ইউনিয়ন এর সংশ্লিষ্ট সকলকে নিয়ে জন-সচেতনতা ও দিক-নির্দেশনা মূলক কর্মশালার মাধ্যমে সচেতন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি I এছাড়াও তিনি জানান, মহাসড়কে ফুটপাতে হকার দখল মুক্ত ও থ্রী-হোলার,অটো রিক্সা সহ সরকার ঘোষিত অবৈধ যানবাহন চলাচলে আমরা জিরো-টলারেন্স নীতিতেই কাজ করে যাচ্ছি I

Leave a Reply

Your email address will not be published.