বিশেষ প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন ৪নং দড়গ্রাম পুনাইল ঈদগাহ্ মাঠ পরিচালনা কমিটির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে ৩,৯২,৮৯৮ তিন লাখ বিরানব্বই হাজার আট শত আটানব্বই টাকা অর্থ আত্মসাৎ এর মামলা দায়ের করেন। বর্তমান পরিচালক কমিটি বুধবার ৭ জুলাই ২০২২ বিষয়টি দৈনিক আমাদের খবরকে নিশ্চিত করেছেন বাদী পক্ষে পুনাইল ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক মোঃ হারুন আর রশিদ মন্ডল।
সি.আর.মামলা নং ৩৩০/ (সা)২০২২ইং বিবাদী ১/ সাবেক অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ঠান্ডু (৫৫) পিতা মৃত জিগির আলী ২/ সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর (৬০) পিতা মৃত জিগির আলী ৩/সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান (৪৭) পিতা মৃত জিগির আলী সর্ব সাং ৪নং দড়গ্রাম ইউনিয়ন পরিষদ থানা সাটুরিয়া জেলা মানিকগঞ্জ।
স্বাক্ষী গানের নাম ও ঠিকানা
১/ মোঃ বাবলু হোসেন (৪৮) পিতা মৃত নাসিরউদ্দিন মাস্টার ২/ আবুল কাশেম মন্ডল (৩৮) পিতা মৃত মোঃ হাবিবুর রহমান মন্ডল ৩/আব্দুল আজিজ (৬৫) পিতা মৃত দান্ড সিকদার ৪/মোঃ মমের আলী (৫৫) পিতা মৃত মোঃ কোরবান আলী ৫/মোঃ বাদশা মিয়া (৫৫) পিতা মৃত মালু ৬/মোঃ জুলহাস উদ্দিন মন্ডল বর্তমান ইউপি সদস্য পিতা মৃত হাসানউল্লা মন্ডল ৭/ মোঃ উজ্জ্বল হোসেন (৩৫) পিতা মোঃ খোরশেদ আলম বেপারী ৮/ মোঃ মজিবুর রহমান মন্ডল (৫৫) পিতা মৃত মোঃ চানু মন্ডল ৯/ মোঃ আল-মামুন মুন্না (৩৮) পিতা আওলাদ হোসেন বীর মুক্তিযোদ্ধা ১০/মোঃ সাদেক আলী (৫৫) পিতা মৃত মোঃ কান্দু সর্ব সাং ৪নং পুনাইল পোঃ দড়গ্রাম ঃ থানা সাটুরিয়া জেলা মানিকগঞ্জ।