মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রধানমন্ত্রী প্রণোদনার ঋণ প্রদান

অন্যান্য

আরিফ হোসেন হারিছ :
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ‘এসএমই’ ঋণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৪ আগষ্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে দুইজন ব্যক্তিকে মোট ৩লক্ষ ৫০হাজার টাকা ঋন প্রদান করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ঋন কমিটির সভাপতি মো. টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋনের চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দীনেশচন্দ্র তালুকদার ।
এসময় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাজারের বস্ত্র ব্যাবসায়ী মো. সজিব মোল্লাকে ২লক্ষ ৫০হাজার টাকা এবং রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের গরুর খামারি আনোয়ারা বেগমকে ১লক্ষ টাকা ঋন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.