মেঘনা প্রতিনিধি, কুমিল্লা :
মেঘনা উপজেলার চালিভাংগা ইউনিয়ন এর রামপ্রসাদেরচর গ্রামে তুলাতুলি বাজার থেকে প্রথমে ট্রলারে নদী পথে তারপর পায়ে হেঁটে রামপ্রসাদেরচর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের পরামর্শে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন।
মেঘনা উপজেলার একেবারে শেষ সীমান্তে অবস্থিত স্কুলটিতে নেই কোন ভবন, খেলার মাঠসহ প্রয়োজনীয় ও নিত্য অপরিহার্য জিনিসপত্র।
এসময় ইউএনও সাখাওয়াৎ হোসেন স্কুল পরিদর্শন শেষে বলেন, স্কুলটিতে ভবন, সাব-মার্সিবল টিউবওয়েল, বাথরুম, খেলার মাঠ ও বাউন্ডারি প্রয়োজন। এই সকল কিছুর ব্যবস্থা ইউএনও মহোদয়ের মাধ্যমে আমরা করে দেবার চেষ্টা করব ইনশাল্লাহ।
তবে এই স্কুলের লেখাপড়া অনেক ভালো। যদিও শিক্ষক স্বপ্লতা রয়েছে। মাত্র ৪ জন শিক্ষক। এর মধ্যে প্রধান শিক্ষক শারমিন তানজিনা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এসময় উপস্থিত ছিলেন,
সহকারি শিক্ষক মোহাম্মদ লাভলু হাছান ফারুক, মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ ইদ্রিস আলী ও সাংবাদিক এমরান হোসেন রিটন।
নদীর পাশে স্কুলটির অবস্থান হলেও রাস্তাঘাট কাঁচা। ছাত্র-ছাত্রীদের সমাবেশ করার জায়গা নেই বললেই চলে।
এত সব অসুবিধা স্বত্ত্বেও ছাত্র- ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক এবং পড়াশোনাও অনেক ভালো।
অবহেলিত এই স্কুলটির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছন অভিভাবক ও সচেতন এলাকাবাসি।