আনোয়ার হোসেন,রংপুর থেকে :
“জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট” আয়োজিত গত ৮ মার্চ শুরু হয় রংপুর জেলার বিভিন্ন উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের ০৩ (তিন) দিনব্যাপী “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ” কোর্সের সমাপনী অধিবেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান।
অদ্য ১১ মার্চ ২২ ইং শেষ দিনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজির পরিচালক রাশেদুল হাসান। এছাড়াও, উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রংপুর জেলার বিভিন্ন উপজেলার ৩১ জন নবনির্বাচিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সমাপনি অধিবেশনে কোর্সে অংশ নেয়া নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে সনদপত্র দেয়া হয়।