রংপুর ডিবি কর্তৃক ইকো ল্যাবরেটরিজ ও ভরসা মশার কয়েল ফ্যাক্টরীতে পৃথক ০২ টি অভিযান

অপরাধ

আনোয়ার হোসেন,রংপুর থেকে :
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান’র নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে,রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক এর নেতৃত্বে তাজহাট থানাধীন ‘ইকো ল্যাবরেটরিজ’ ইউনানী ফ্যাক্টরী ও ভরসা মশার কয়েল ফ্যাক্টরীতে পৃথক ০২ টি অভিযান পরিচালনা করা হয় হয়।

অভিযান- ১ : অভিযানকালে ইউনানী ফ্যাক্টরীর কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় যে,

ক) উক্ত প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।
খ) অনুমোদনবিহীন কিছুসংখ্যক ঔষধ প্রস্তুত করা হচ্ছে।
গ) ফায়ার সার্ভিসের ছাড়পত্র নাই।
ঘ) ঔষধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হয় না।
ঙ) শ্রমিকদের সাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন- মাস্ক, গ্লোভস, এ্যাপ্রোন ছিল না।

উল্লিখিত অপরাধের দায়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর, রংপুর এর প্রতিনিধির উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (ক) (গ) ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিক মশিউর রহমান শাহীন (৪৫) রংপুর কে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং ত্রুটি সংশোধন করে ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন করার আদেশ দেন।

অভিযান- ২ : অভিযানকালে ভরসা মশার কয়েল ফ্যাক্টরীর কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় যে,

ক) উক্ত প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।
খ) ফায়ার সার্ভিসের ছাড়পত্র নাই।
গ) অনুমোদনবিহীন পণ্য প্রস্তুত করছে।
ঘ) পণ্য তৈরির কাঁচামাল সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় না।
ঙ) শ্রমিকদের সাস্থ্য সুরক্ষা সামগ্রী, যেমন- মাস্ক, গ্লোভস, এ্যাপ্রোন ছিল না।

উল্লিখিত অপরাধের দায়ে স্বাস্থ্য অধিদপ্তর, রংপুর এর প্রতিনিধির উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিকের পক্ষে ম্যানেজার সোহেল রানা (৩৮) রংপুর কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং ত্রুটি সংশোধনপূর্বক ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন করার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.