আনারুল ইসলাম আনোয়ার :
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন ‘ স্লোগানকে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস পীরগঞ্জে পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা সদরে প্লাকার্ড নিয়ে একটি রেলী করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা খাইরুল ইসলাম, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমেদ সোনা, আ’লীগ নেতা মকবুল হোসেন সর্দার, সুনীল চন্দ্র পাল, সমবায়ী সাবিনা ইয়াসমিন বিন্দু, আনিছার রহমান প্রমুখ।
বক্তাগণ বলেন, সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি। আমরা এ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে পারি। আমরা সমবায় সমিতির নামে সুদের ব্যবসা না করে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখতে হবে। পাশাপাশি যারা সমবায় সমিতির নিবন্ধন নিয়ে সুদের ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে সুদ থেকে মুক্তি দিতে হবে।