রাজধানীর কদমতলী থানা প্রেসক্লাবের ইফতার আয়োজন অনুষ্ঠিত

অন্যান্য

রিয়েল তন্ময় :
রাজধানী ঢাকার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে অত্র থানায় বসবাসরত সকল সাংবাদিকদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৫ টায় কদমতলী থানাধীন রায়েরবাগ বাস স্টান্ড সংলগ্ন পুতুল বাড়ী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ মাহফুজ।

২০০৯ সালে এই সংগঠন টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয় এবং সরকারি অনুমোদন লাভ করে। দীর্ঘ পনের বছর যাবত সকলে মিলে সাংবাদিক দের অধিকার আদায়ে এবং সমাজে-রাষ্ট্রে ব্যাপক ভুমিকা পালন করে আসছে।ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন আশিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সকলে একে একে সকলের পরিচয় প্রদান করেন এবং রাকিবুল ইসলাম মিলন, আনিস ও এম এইচ মাসুদের তত্ত্বাবধানে নতুন সবাই ফরম পূরণ করে আরো অনেকে সদস্য হোন।

মূল আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেষ হেলাল,পরবর্তীতে সিনিয়র সাংবাদিক আমির হোসেন আমু এম এ হালিম, মো: আনোয়ার আকাশ, এম এইচ মাসুদ,এডভোকেট মহিউদ্দিন, কাজী হানিফ,সরকার জামাল,হারুন অর রশীদ,এস কে সবুজ,মো: সোলাইমান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, এডভোকেট ওয়াহিদুন নবী বিপ্লব,মো: নাসির মোল্লা, মোস্তাফিজুর রহমান মিলন রাহাদ হোসেন, নারী সাংবাদিক বৃস্টি,সমাজসেবক নুরুল ইসলাম নুরু ও মো: উজ্জ্বল প্রমুখ।

দৈনিক আলোকিত বাংলাদেশের বিভাগীয় সম্পাদক কদমতলী থানা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দীন ভিডিও বার্তায় উপস্থিত সকল কে শুভেচ্ছা জানান। কদমতলী থানা প্রেস ক্লাবের আগামীর নির্বাচন কে সামনে রেখে মহতি এই আয়োজনে উপস্থিত সকলের সম্মতি ক্রমে আগামী এক মাসের মধ্যে ক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে ঈদ পরবর্তী সময়ে একটি জমকালো ঈদ পুনর্মিলনীর আয়োজন করতে এগারো সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় এতে আহবায়ক হিসাবে শেখ হেলাল, সদস্য সচিব হিসাবে যৌথভাবে সুমন চৌধুরী ও ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এডভোকেট মহিউদ্দিন, আনোয়ার আকাশ,সরকার জামাল, রুবেল গাজী, মো: সোলাইমান,এম এ হালিম হানিফ কাজী ও মোস্তাফিজুর রহমান মিলন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.