লালমনিরহাট কারাগারে বিয়ে, বর ছাড়া বউ ভাতের অনুষ্ঠান

অন্যান্য

মোঃ রাজু মিয়া :
গত শুক্রবার (৮ ডিসেম্বর) ২টার পর লালমনিরহাট কারাগারে। এক বন্দির বিয়ে হয়েছে। উচ্চ আদালতের আদেশে ধর্ষণের শিকার তরুণীর সঙ্গে ধর্ষণ মামলার আসামির বিয়ে হয়।এতে উভয়ের পরিবার সদস্যদের সম্মতি ছিল। লালমনিরহাট কারাগারে ইতিহাসের এটি প্রথম বিয়ের ঘটনা।

২০২২ সালের ১৩ জুলাই কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠে রকিবুজ্জামান রকিবের বিরুদ্ধে। ২০২৩ সালের ৮ এপ্রিল অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের হয়। পুলিশ গ্রেফতার করে জেল হাজতের পাঠায়। নারী শিশু নির্যাতন মামলা বিচারাধীন ছিল। ধর্ষণের অভিযোগের মামলায় ছেলে ছিল কারাবন্দি।

গত ৪ ডিসেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয়জন বিচারপতির আপিল বেঞ্চ দুইজনকে বিয়ে দেয়ার শর্তে জামিনে নির্দেশ দেয়া হয়।
তার আগে কিশোরী গর্ভবতী হয়ে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

এই অবস্থায় গত জুন মাসে আসামিকে জামিন হয় হাইকোর্ট বেঞ্চে। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদন শুনানিতে আসামি রকিবুজ্জামান রকিবের জামিন স্থগিত হয়ে যায়। পরে জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে আসামিপক্ষ।

আসামি পক্ষ লিখিত ভাবে আদালতকে জানান, ভুক্তভোগীর সঙ্গে আসামির বিয়ের ব্যবস্থা করতে উভয়পক্ষে রাজি হয়েছে। ভুক্তভোগীকে বিয়ের শর্তে আসামির জামিন প্রার্থনা করা হয়। মেয়ের বাবা আপিল বিভাগকে নিশ্চিত করেন তার মেয়েও বিয়ে করতে আগ্রহী। শুনানি শেষে আপিল বিভাগ ১৫ দিনের মধ্যে লালমনিরহাটের কারা কর্তৃপক্ষকে বিয়ের আয়োজন করতে নির্দেশ দেয়।
জেল সুপার উমর ফারুকের উপস্থিতিতে কাজী আমজাদ হোসেন আট লাখ টাকা দেন মোহরে বিয়ে রেজিস্ট্রেশন করে, বিয়ে কার্যসম্পাদন করেন।

এদিকে শুক্রবার বিয়ের কার্ড ছাপিয়ে শত শত মানুষকে আমন্ত্রণ করে বৌভাতের আনুষ্ঠানিকতা হয়। কিন্তু কারাগারে বর থাকায় সেই বৌভাতে কন্যা ছিল বর ছিল না।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.