মো.হাসমত উল্ল্যাহ :
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে কূখ্যাত মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারী জোরালো অভিযান চলমান রয়েছে।
গত(১৭ই মার্চ)২০২১ইং বুধবার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)আরজু মো.সাজ্জাদ হোসেনের,দিকনির্দেশনায় ২৫ বিট চন্দ্রপুর ইউনিয়নের বিট অফিসারের মিঃ আলীর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ তিন জায়গায় উঠান বৈঠক করা সহ সারাদিন ব্যাপক পুলিশী অভিযান পরিচালনা করেন। কুটিরপাড়া, পরশুরামপাড়া, উত্তর বত্রিশহাজারী গ্রামে মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারের চেষ্টা করেন।
কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের মাদক ব্যাবসায়ীগন পলাতক থাকায় তাহাদের পিতা, মাতা, স্ত্রী কে কঠোরভাবে হুশিয়ার করা হয়। সেই সাথে রংপুর থেকে আসা মাদকসেবিদের সাবধান করা সহ দেহ ও মোটরসাইকেল তল্লাশিরা করা হয়। সেই সাথে চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারীর গ্রামের কূখ্যাত মাদক ব্যাবসায়ী মোরশেদুল ইসলামের বাড়ি হইতে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পলাতক আসামি মোরশেদুল এর বিরুদ্ধে কালীগঞ্জ মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)আরজু মো.সাজ্জাদ হোসেন, বলেন ২৫ বিট চন্দ্রপুর ইউনিয়নের বিট অফিসারের মিঃ আলীর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে মাদকের এই অভিযান চলমান থাকবে।