শেখ হাসিনা মানেই উন্নয়ন-এমপি জ্যাকব

রাজনীতি

হাওলাদার শাহাবুদ্দিন চরফ্যাশন :
ভোলা -৪ আসনের সংসদ ও যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধু বিশ্ব নেতা ছিলেন। বাংলার মানুষের মুক্তির স্বাধীকার আদায়ের জন্য তিনি ১২টি বছর একাধিক বার পাকিস্তানের কারাগারে বন্ধি ছিলেন। ফাঁসির মঞ্চ তৈরি করে তাকে ফাঁসিতে ঝুলানোর ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে, স্বাধীনতার দাবী প্রত্যহার করুন। নচেৎ ফাঁসিতে ঝুলানো হবে। কিন্তু বঙ্গবন্ধূ বলেছেন বাংলার মানুষের জন্য হাসতে হাসতে মরতে পারি তবুও মাথা নত করবো না। সারা বিশ্ব আজ স্বীকার করছে, মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই স্বাধীনতা আর শেখ হাসিনা মানেই উন্নয়ন আর উন্নয়ন। (১৬ মার্চ) মঙ্গলবার মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের একযুগপুর্তি উপলক্ষ্যে চরফ্যাসন টিবি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
প্রধান অতিথির বক্তব্যে জ্যাকব এমপি আরও বলেছেন, বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলদেশ পেয়েছে একটি স্বাধীনরাস্ট্র। স্বাধীনতার ৫০ বছরের মাইলফলকে এসে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের স্বর্ণশিখড়ে দাড়িয়েছে।চরফ্যাসনে মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে সমাবেশে ভোলা জেলা প্রশাসক তৌফিক এলাহী ও জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নবনির্বাচিত পৌর মেয়র মোঃ মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারন অধ্যক্ষ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন। এর পরে চরফ্যাসন ও মনপুরা উন্নয়ন চিত্র নিয়ে নির্মিত নাটক আলাদিনের চেড়াগ নাটক মঞ্চস্থ করা হয়।বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের চরফ্যাসনের সফরের দূর্লভ ছবি দিয়ে নির্মিত আলোক চিত্র প্রর্দশন করেন। বিকালে ঢাকা থেকে আগত গুনি শিল্পদের নিয়ে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.