সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

অন্যান্য

সুমাইয়া আক্তার শিখা :
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বিশেষ সাধারণ সভা ২০২১ গতকাল সকাল ১১ টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র পিনু খোকন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রয়াত সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করে কার্যক্রম শুরু করেন। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। সাধারণ সভার শুরুতে গঠনতন্ত্র মোতাবেক আয় ব্যয় এর হিসাব দাখিল করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ। এসময় হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ সেপ্টেম্বর জেইউকে’র নির্বাচন তারিখ নির্ধারণ করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নওশাদ আলী (দৈনিক ডেসটিনি), সদস্য হিসেবে মনোনীত হন আফরোজা আক্তার ডিউ (ডেইলি নিউ নেশন), জাহিদুল হক ডন (দৈনিক প্রাইম)। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সিনিয়র সহ-সভাপতি সাপ্তাহিক মুকুর এর সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক জিটিভি যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কোষাধক্ষ্য ও সাপ্তাহিক প্রভাষন এর সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, বিএফইউজে’র নির্বাহী সদস্য ও দৈনিক নওরোজ এর জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক কামরুন নাহার, সকালের সময় এর জেলা প্রতিনিধি চাঁদ আলী, দৈনিক পদ্মা গড়াই এর ভারপ্রাপ্ত সম্পাদক রাজু, নির্বাহী সম্পাদক রাকিব হাসান, দৈনিক কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ওয়ালিদ উজ্জামান শুভ, ঢাকার ডাক এর জেলা প্রতিনিধি ইমরান হাসান পাপ্পু, সংবাদ সংযোগ এর জেলা প্রতিনিধি সুমন মাহমুদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক সংবাদ এর প্রতিনিধি প্রদীপ কুমার বিশ্বাস, দৈনিক সমাচার এর প্রতিনিধি জাহাঙ্গীর খান, দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি এইচ এম বেলাল প্রমুখ। আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা সকল সদস্যদের আশ্বস্ত করে নির্বাচন পরিচালনা কমিটি কে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.