সাংবাদিক কে গুলি করে হত্যা! প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

অপরাধ

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় দায়িত্ব পালনকালে মাদক কারবারীদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর হত্যাকারী শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী রাজু সহ জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও বুড়িচং প্রেসক্লাবের যৌথ আয়োজনে জেলার সকল সাংবাদিকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক মহিউদ্দিন সরকার পেশাগত দায়িত্ব পালনের সময় নির্মম ভাবে মাদক কারবারীদের গুলিতে নিহত হয়। ঘটনার দুদিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধন থেকে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, বাংলাভিশন টিভি প্রতিনিধি স্যাঈদ মাহমুদ পারভেজ, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, ইনকিলাব প্রতিনিধি সাদিক মামুন, যুগান্তর ব্যুারো চিফ আবুল খায়ের, স্পাইস টিভির প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, মাই টিভি প্রতিনিধি আবু মুসা, গাজী টিভি প্রতিনিধি সেলিম মুন্সি, সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান, দৈনিক সবুজ বাংলাদেশ ও ভোরের কলাম পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু, সাংবাদিক মহিউদ্দিন ভূইয়া, মেঘনা টেলিভিশনের পরিচালক এইচ এম মহিউদ্দিন, কবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী খোরশেদ আলম, জহিরুল হক বাবু, মো. মোসলেহ উদ্দিন, গাজী জাহাঙ্গীর আলম জাবির, মোতালেব হোসেন, সাফি, রুবেল মজুমদার, জাবেদ হোসেন সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.