সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা,শারিরীক লাঞ্ছিত,মামলা করে হয়রানি করার প্রতিবাদে কুমিল্লার সাংবাদিকদের মানববন্ধন

অপরাধ

কুমিল্লা প্রতিনিধি :
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, শারিরীক ভাবে লাঞ্ছিত করা এবং মামলা করে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
১৯ মে দুপুরে নগরীর কান্দিরপাড় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক শিরোনামের সম্পাদক নিতীশ সাহা, প্রথম আলোর প্রতিবেদক গাজীউল হক সোহাগ, ৭১ টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, এটিএন বাংলা/এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক বাংলাভিশনের সায়্যিদ মাহমুদ পারভেজ, আরটিভির গোলাম কিবরিয়া,সময় টিভির বাহার রায়হান, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসাইন, গাজী টিভির সেলিম রেজা মুন্সী,সিনিয়র সাংবাদিক ওমর ফারুকী তাপস,মীর শাহআলম,খোকন চৌধুরী, প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন নিউজ ২৪ এর হুমায়ন কবির জীবন, এছাড়াও টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম, ফটো সাংবাদিক ফোরাম সদস্যরাও নিজস্ব সংস্থার ব্যানারে মানব বন্ধন করে।
মানব বন্ধনে বক্তাগণ সাংবাদিক রোজিনা ইসলামকে অনতিবিলম্বে ও হেনস্তাকারীদের খুঁজে বের করে যথাযথ শাস্তি প্রদানের মাধ্যমে সৎ সাংবাদিকতা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.