আশুলিয়া প্রতিনিধি :
গত মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- বগুড়া জেলার কাহলু থানার আরোলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), একই জেলার সদর থানার কাঠনাল পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মকুল শেখ (৪৫), একই জেলার সাজাহানপুর থানার শাহাপাড়া এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), একই জেলার নন্দী গ্রাম থানার শহরপুড়ী গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সোমেজ শেখ (৪০)। তারা সবাই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন বাসায় ভাড়া থাকতো। এদের ভেতর আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে৷
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়ায় এলাকা থেকে চুরি হওয়া দুই গরুসহ তাদেরকে আটক করা হয়েছে। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে৷
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ আগামী নিউজকে বলেন, কিছুদিন আগে আশুলিয়ার বাগবাড়ি থেকে গরু চুরি হয়। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আটক চোরদের ভেতর একজনের উপর আমরা নজর রাখি। আজ সন্ধ্যাই সেই গরুগুলো দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সঙ্ঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে জানা যায়।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।