সিলেটের মজুমদারীতে দুই বোনের রহস্যজনক ভাবে আত্মহত্যা

অপরাধ

ফারুক আহামেদ ,সিলেট থেকে :
সিলেটে একসাথে দুই বোনের রহস্যজনকভাবে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২১সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন-আম্বরখানা মজুমদারি এলাকার ৩১নং বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।

জানা গেছে,গতরাতে দুইবোন বাসার ছাদের উপরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।তবে কী কারণে এমন নির্মম মৃত্যুর পথ তারা বেছে নিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

স্হানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান,এমন ঘটা আসলেই দুঃখজনক। আমি যতটুকু জানি তাদের চাচাতো ভাই বলেছে গতরাত দুই বোন চাচাতো ভাইয়ের বাসায় গিয়ে থাকার জায়গা দিতে বলে। এসময় চাচাতো ভাই বলেন,কেন? তোমাদের বাসায় কী হয়েছে? তখন দুই বোন বলেছে ঘরে থাকতে পারবো না তুমি গেলে তুমিও মরবে।

এ ব্যাপারে নিহতদের পরিবার জানান, রাণী জমিদারের মানসিকতার সমস্যা রয়েছে। ঘরে কোন দ্বন্দ্ব হলে সে মরে যাবে আত্মহত্যা করবে বলে প্রায় সময়ই বলে থাকতো। ছোট বোন কেন আত্মহত্যা করলো এমন প্রশ্নের জবাবে তারা জানান,তারা দু’জন একসাথেই থাকতো তাদের বিয়ের কথা চলছিলো। দুই বোনের একসাথে রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোকমুখে নানান গুঞ্জন উঠছে। কেউ বলছেন হত্যা আবার কেউ বলছেন আত্মহত্যা। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারন এখনো জানা যায় নি।

এদিকে ঘটনাস্থলে রয়েছেন সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান ঘটনাস্থলে আমি অবস্থান করছি,লাশ দুইটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।রিপোর্ট তৈরি হলে লাশগুলো আমরা ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করবো।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.