সুশিক্ষা অর্জন ও ভালো আচরণের মাধ্যমে দ্বীনের কাজকে এগিয়ে নিতে হবে

শিক্ষা

এস এম শামীম আহম্মেদ :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, শিক্ষাহীন মানুষ চোখ থাকা সত্ত্বেও অন্ধ, আবার সমাজে এমন অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়েও নীতি বহির্ভূত কাজ করে, কারণ তারা আদর্শ মানুষ হতে পারেননি। তারা শিক্ষা অর্জন করলেও মনুষ্যত্বের প্রকৃত শিক্ষা পায়নি। জ্ঞানের জগতের একজন বিচরণকারী হিসেবে আমাদেরকে বাছাই করে জ্ঞানার্জন করতে হবে, যাতে আমরা মনুষ্যত্বের পরম শিক্ষা অর্জন করতে পারি। যে শিক্ষা মানুষের সাথে ভালো আচরণ করার, মানুষের কল্যাণের চিন্তা করার শিক্ষা দেয়, সে শিক্ষাই মনুষ্যত্বের শিক্ষা বা সুশিক্ষা। তালামীযে ইসলামিয়ার কর্মীদের সুশিক্ষা অর্জন ও ভালো আচরণ আত্মস্থ করতে হবে এবং এর মাধ্যমেই দ্বীনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। কেননা ভালো সুশিক্ষিত ও উত্তম আচরণকারী ব্যক্তির পক্ষে দ্বীনি কাজকে এগিয়ে নেওয়া অধিকতর সহজ।

১১ ফেব্রুয়ারি ‘২২, শনিবার, বাদ যুহর, ছাতিয়াইন বি.এন উচ্চবিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলাধীন মাধবপুর উপজেলা আয়োজিত ‘সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি এস এম শামীম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজল হোসাইন উজ্জল’র সঞ্চালনায় কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন খান্দুরা হাবেলীর সৈয়দ আফজাল হোসাইন সায়েম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি মো. সাদেকুর রহমান সাদেক।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী, মাধবপুর উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ূম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহীন উদ্দিন খান।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন- সংগঠনের হবিগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মদ ইমরান আল ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহ-অফিস সম্পাদক মির্জা মুজাম্মিল হক।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাখার প্রচার সম্পাদক জুয়েল আহমদ, অফিস সম্পাদক মোশাহিদ আহমদ, সহ-অফিস সম্পাদক আব্দুস সামাদ রাব্বী ও প্রশিক্ষণ সম্পাদক শারফীন আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.