সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আপন ২ ভাই সহ কুমিল্লার ৩ যুবক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

দুর্ঘটনা

বিশেষ প্রতিবেদক :
সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের আপন ২ ভাইসহ ৩ যুবকের মৃত্যু হয়। গতকাল ২৫ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন এর মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো.পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। বৃহস্পতিবার তারা তিনজন আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তারা ৩ জনই মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ গণমাধ্যমকে বলেন, মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.