সড়কে বাস নেই, সিএনজি-বাইক-রিকশা ভাড়া তিন-চার গুণ বেশি ; যাএীদের হয়রানি চরমে

অপরাধ

এম শাহীন আলম :
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠন।

সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে বাস চলাচল। একইভাবে সারা দেশে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।
সকালে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডসহ
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন বিশেষ করে সিএনজি, রিকশা ও মোটরসাইকেল চলছে। তবে ভাড়া চাওয়া হচ্ছে তিন-চার গুণ। ফলে বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। বৃহস্পতিবার বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বলেন, সারা দেশে সব ধরনের পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে । ডিজেলের এমন মূল্য দিয়ে পণ্য পরিবহনের গাড়ি চালানো সম্ভব নয়।’

Leave a Reply

Your email address will not be published.