মামুন মজুমদার :
ঈদের পর চলমান লকডাউনের ২য় দিনের বৃষ্টিভেজা সকাল থেকে লকডাউনকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলা প্রশাসন।পদুয়ার বাজার বিশ্বরোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উপজেলা প্রশাসনের তৎপরতা দেখা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন,সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি কেউ যেন গোপনে দোকান-পাট খোলা রেখে ব্যবসা করতে না পারে সেই বিষয়ে নজর রাখছি।জরুরি সেবা ব্যতিত কেউ বাইরে বের হতে না পারলে আমরা আশা করছি- করোনার এই মহামারী খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।এছাড়া গতকাল ১০টি মামলা সহ ১৪০০০হাজার টাকা জরিমানার পাশাপাশি নিম্নআয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছি।