কুমিল্লা র‌্যাব-১১এর সিপিসি-২ অভিযানে পাসপোর্ট ও পাসপোর্টের স্লিপ সহ আটক ৯

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার,হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে
আজ ২৩সে জানুয়ারি কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি, এবং সদর দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পাসপোর্ট দালাল চক্রের নয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিরা হলো ১। কুমিল্লা দাউদকান্দি থানার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৯) ২।বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আঃ রহিমের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৫),৩কুমিল্লা কোতোয়ালি সদর থানার ছোবিরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক(৪০),৪।দেবিদ্বার থানার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে মোঃ রনি (২৩),৫। কোতোয়ালি সদর থানার শামন্যছা গ্রামের মৃত আঃ মতিনের ছেলে মোঃ জামাল মিয়া (৫৫) ৬। নগরীর ছোটার মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে মোঃ জামাল মিয়া(৫৫),৭। সদর দক্ষিণের দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন (১৯) ৮।সদর দক্ষিণ থানার রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (১৯) ৯। কুমিল্লা সদর থানার শুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ নাছির(২৬)
যানাযায় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১.৫৭.৫০০/-(এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা ও ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ এবং মোবাইল ফোন সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামিরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো বলে স্বীকার করে।তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের জানান উপরোক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।পাসপোর্ট দালাল নির্মুলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.