মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা থেকে :
বরগুনার নলটোনায় সিবিডিপি’র আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তা যৌন ও স্বাস্থ্য বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারী ২০২২ সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠান নলটোনার তিনটি স্কুল হতে ২০ জন শিক্ষার্থী ও ০৮ জন শিক্ষক অংশগ্রহন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতিশ চন্দ্র ঘরামী, বিশেষ অতিথি ছিলেন মোঃ নূরুল ইসলাম , প্রধান শিক্ষক শিয়ালীয়া এন আই মাধ্যমিক বিদ্যালয়, আবদুল কুদ্দুস সিনিয়র, শিক্ষক জিএন এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ইউসুফ আলী সিনিয়র শিক্ষক, শিয়ালীয়া এন আই মাধ্যমিক বিদ্যালয়, মাহবুবুল আলম সিনয়র শিক্ষক বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়, মোঃ সোলায়মান শিক্ষক সোনাতলা দাখিল মাদ্রাসা , জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি, প্রমূখ। এ ওরিয়েন্টশন সভার সঞ্চালক হিসেবে ছিলেন সিবিডপি’র ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন । সভায় প্রজনন স্বাস্থ্যসেবা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধে করনীয়, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং সেবার মান নির্ধারন বিষয়ে বিশেষ আলোকপাত করা হয়।
এসময়ে ওই একালাকায় বিদ্যালয় ভিত্তিক করনীয় বিষয়ে একটি পরিকল্পনাও উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। উল্লেখ যে, সিবিডিপি ২০২০ সাল হতে বরগুনায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ওয়াই মুভস প্রকল্পের মাধ্যমে শিশুদের নিয়ে বিভিন্ন সুরক্ষা মূলক কাজ করে আসছে।