রংপুর নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

অন্যান্য

আনোয়ার হোসেন,রংপুর থেকে :
মোবাইল ল্যাবরেটরীর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে খাদ্য পরীক্ষার ব্যবস্থা পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালায়’ সংস্থার চেয়ারম্যান
আব্দুল কাইউম বলেন খাদ্যে ক্যামিকেল রং ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের করা হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরন প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা প্রশাসক আসিব আহসান। কর্মশালায় জানানো হয়, দূষিত খাবার গ্রহণের ফলে প্রতি বছর দক্ষিণ-পূর্ব এশিয়াতে ১৫ কোটি মানুষ অসুস্থ্য, ১ লাখ ৭৫ হাজার মানুষের মৃত্যু ঘটছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.