জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন সমন্বয়প বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

অন্যান্য

মোহাম্মদ মেজবাহ উদ্দিন,বরগুনা থেকে :
সকাল ৯ঃ৩০ মিনিটে র‌্যালী, জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ বিভাগ, মহিলা পরিষদসহ বিভিন্ন বেসরকারি সংগঠন যৌথভাবে দিবসটি পালন করেছে।

র‌্যালী শেষে সরকারি পাবলিক লাইব্রেরীর হলরুমে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলোচনা সভা করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান। সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর-বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী।

অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আলোচনা করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, সমাজসেবা বিভাগের উপপরিচালক কাজী মো. ইব্রাহিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল,জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, প্ল্যান ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক সালেহা আক্তার ও বুড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি।

এর আগে সকাল ৯টায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে ভিকটিম সাপোর্ট সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, ডা. আজমেরী বেগম, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, এসআই নূরে জান্নাত কেয়া, নারীনেত্রী নিগাত সুলতানা, খাদিজা বেগম ও বেবী দাস। এ অনুষ্ঠানে অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থা স্যাপ-বাংলাদেশ, সিবিডিপি, জাগোনারী, সাকো,ডরপ, সঞ্চিত স্বপ্ন সহ আরও অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.