কক্সবাজার টেকনাফে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তজার্তিক নারী দিবস পালিত

অন্যান্য

কক্সবাজার প্রতিনিধি :
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় সংস্থাদের সমন্বয়য়ে টেকনাফে আন্তজার্তিক নারী দিবস উদযাপন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এই দিনটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত তাৎপর্যপূর্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। এ দিনটির এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো ”টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” যার সাথে সংগতি রেখে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এবারের শ্লোগান ” বাঁধা পড়তে নয়, ভাঙতে এসেছি। দেশের অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ন্যায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তার সহযোগী সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এবং ইয়াং পাওয়ার ইন সোস্যাল
এ্যাকশন (ইপসা) এর সমন্বয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল
বাংলাদেশের টেকনাফ অফিস প্রঙ্গণে দিনটি উদযাপন করে। দিবসটি উপলক্ষে যুবক ও যুবতীদের অংশগ্রহনে চিত্রাঙ্গন প্রতিযোগীতা, জেন্ডার বিষয়ক গেম, নারী অধিকার ও সমতায়নে অঙ্গিকার গ্রহন এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক
একাডেমিক সুপারভাইজার মোঃ নুর আফসার
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রায়হান।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এফইভিডিবি এবং ইপসা-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ রমজান আলী, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, এএইচপি কসসোর্টিয়াম মাল্টি ইয়ার প্রোগ্রাম, মোঃ সালাহ উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী এএইচপি কসসোর্টিয়াম মাল্টি ইয়ার প্রোগ্রাম, এফইভিডিবি কে এম আবেদ উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী, ইপসা, এবং আন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উপকারভোগী। প্রধান অতিথির বক্তব্যে পারভেজ চৌধুরী বলেন যে নারীদের প্রতি সম্মান, সদাচরন
এবং নারী ও কন্যা শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার চর্চা পরিবার থেকে শুরু করতে হবে। এ কথা সত্যি যে এক হাত দিয়ে দু’হাতের সমান কাজ করা
সম্ভব নয় ঠিক তেমনই নারীদেরকে বাদ দিয়ে শুধু পুরুষের পক্ষে একা উন্নয়ন সম্ভব নয়। তিনি দৃঢ়ভাবে প্রত্যাশা করেন যে নিকট ভবিষ্যতে নারী ও পুরুষ উভয়ের জন্য একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা পাবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয় প্রধান
অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ শাহাদাত হোসেন, প্রোগ্রাম ম্যানেজার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ টেকনাফ প্রকল্প অফিস।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.