বরগুনার বেতাগীতে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

অপরাধ

মোঃ খাইরুল ইসলাম মুন্না :
বরগুনার বেতাগীতে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে আত্মহত্যা না হত্যা এ নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের পুর্ব জোয়ার করুণা গ্রাম থেকে মনির হাওলাদারের পুত্র আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগম (১৮)‘র লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের মো: হিরু হাওলাদারের মেয়ে এসএসসি পড়ুয়া তামান্নার বেগমের সাথে এইচএসসি পড়ুুয়া আসলামের প্রেমের সম্পর্ক ধরে পালিয়ে বরগুনায় কোর্ট কাবিনের মাধ্যমে এক বছর আগে বিয়ে হয়। আসলামের বাবা ঢাকায় রডের মিলে কাজ করে। আসলাম তার মা এবং স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকে ও মাঝে মাঝে ঢাকা আসা-যাওয়া করে।
বৃহস্পতিবার আসলামের মা পারভীন বেগম তার বাবার বাড়ি বেড়াতে যায়। শুক্রবার রাতে ছেলে আসলামের সাথে তার শেষ কথা হয়। এ সময় ছেলে তাঁকে মাকে নানা বাড়ি থেকে মাছ নিয়ে আসার কথা বলে। ছেলে আসলাম ও বউ তামান্না ছাড়া ঘরে আর কেউ ছিলনা।
শনিবার সকাল ১০ টার দিকে প্রতিবেসীরা আসলাম দম্পতির সাড়া শব্দ না পেয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ঘরের দোতালায় শাড়ী পেছনো তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
নিহত তামান্নার মা জেসমিন আক্তার বলেন, এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আসলামের সাথে আমার মেয়ের বিয়ে হয়। এরপরে থেকে তাদের সাথে আমাদের আর যোগাযোগ ছিলোনা।
ঘটনাস্থলে আসা বেতাগী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে এসে বাড়ির দোতলা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। রহস্য উন্মোচনে সিআইডি টিম বিষয়টি তদন্ত করছেন।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বেতাগী সার্কেল) মো. মেহেদী হাচান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.