ডাক্তারদের রোগী দেখার ফি নির্ধারণ করবে সরকার

স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চেম্বারে চিকিৎসকদের রোগী দেখা বাবদ ফি আদায়ের বিষয়ে নীতিমালা প্রণয়নের চিন্তা করছে সরকার।

২৩ জানুয়ারী বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস‌্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক সর্বমহলে গ্রহণযোগ্য রোগী দেখার ফি’র হার নির্ধারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস‌্য নূর মোহাম্মদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডাক্তারের সাথে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সাক্ষাতের জন‌্য ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে সপ্তাহে দুই দিন অফিস সময়ের পরে নির্ধারিত সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে। বেসরকারি হাসপাতালসমূহকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মনীতি মোতাবেক মেডিক‌্যাল রিপ্রেজেন্টেটিভদের সাথে ডাক্তারদের সাক্ষাতের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.