ফেরতের দাবিতে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কে মানববন্ধন

অপরাধ

বিশেষ প্রতিবেদক ;
টাঙ্গাইলের ভূঞাপুরে ফসলি জমিতে অবৈধ বালু ঘাট তৈরি করে বালুর ব্যবসা বন্ধ ও দখলকৃত জমি ফেরতসহ ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত জমি মালিকরা।

শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাটিতাপাড়া এলাকায় ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিন সরকারসহ তার সহযোগিরা দীর্ঘদিন ধরে ফসলি জমি দখল করে বালু ব্যবসা পরিচালনা করে আসছে। তার থেকে জমি ফেরত চাওয়ায় আমাদের জমি মালিকদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে।

তারা আরও বলেন, সম্প্রতি রমজান মাসে পাটিতাপাড়া নজরুলের বালুঘাটকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। তার কয়েকদিন পরে মতিন সরকারের লোকজন জমি মালিক ফেরদৌসকে মিথ্যা মামলা অভিযোগে মধ্যে রাতে ওরেন্ট ছাড়াই হ্যান্ডক্যাপ পড়িয়ে তুলে নেয়ার চেষ্টাসহ শারিরীক নির্যাতন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জমি মালিক ফিরোজ ফকির, আকবর হোসেন প্রামাণিক ও ফেরদৌস-সহ অন্যারা। এসময় মানববন্ধনে ভুক্তভোগী শতশত লোকজন অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.