বিশেষ প্রতিবেদক :
কুমিল্লায় ধর্ষনের শিকার হয়ে ৭মাসের গর্ভবতী এক নারী অনাগত সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও ধর্ষকের বিচারদাবী করে পুলিশের দ্বারে দ্বারে ঘুরছিলেন এক অবিবাহিত নারী। গতকাল বুধবার রাতে কুমিল্লার কোতয়ালী মডেল থানার পুলিশের একটি টিম ধর্ষণের অভিযোগে চাষী মামুনকে ঢাকা তার বাড়ী থেকে গ্রেফতার করে।
সে কুমিল্লা সিটির ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় এসএমই ফোরাম নামক একটি নারী উন্নয়ন নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও এমডি চাষী মামুন।
অনুসন্ধানে জানাযায়, কুমিল্লা সিটির ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় এসএমই ফোরাম নামক একটি নারী উন্নয়ন নামক প্রতিষ্ঠানের অংশীদারীত্বে প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন আমেনা আক্তার। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও এমডি চাষী মামুন বয়স আনুমানিক(৫০)। গত ২৫ ডিসেম্বর রাত ৮টার দিকে চাষী মামুন ঐ অফিসে আমেনাকে কোকের সাথে নেশাজাতীয় কিছু একটা খাওয়ায়ে অচেতন করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে এবং এই ঘটনা কাউকে না জানানোর নিষেধ করে।