চাঁদপুরের মতলব উত্তরে মাদক বিক্রিতে বাঁধা ও নির্বাচনে সমর্থন না করায় প্রতিপক্ষের হামলায় আহত-৩

অপরাধ

রবিউল আলম,বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে মাদক বিক্রিতে বাঁধা প্রদান ও সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে সমর্থন না করায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মধ্যে আহত জয়নাল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার গোপালকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় মারাত্মক আহত রাকিব প্রধানের পিতা রানা আহাম্মেদ রফিক বাদী হয়ে ১০ জনকে আসামী করে ১৩ জুলাই রাতে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মাদক’সহ বিভিন্ন অপকর্মে বাঁধা প্রদান ও সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মো. মনির হোসেন ও জয়নাল আবেদীন মোল্লা উভয়ই নির্বাচনে অংশগ্রহণ করে। সে নির্বাচনে আঘাতপ্রাপ্ত (জয়নাল আবেদীন) কে সমর্থন করার অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্য মো. মনির হোসেন এর সাথে উপরোক্ত বাদী পক্ষের বিরোধ চলে আসছিল। গত ১০ জুলাই ঘটনার ১ম দিন রাত সাড়ে ৮ টার সময় মো. কামাল হোসেনের নেতৃত্বে মো. শরীফ, মেহেদী, মো. মনির হোসেন, মো. রাজিব, মো. শুভ, মো. শাওন, মো. ইব্রাহিম, মো. শাহ আলম, ও মো. জর্জ মিয়া’সহ ১৫/২০ জনের সংঘবদ্ধ দল লোহার তৈরী ছেনা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর ছেলে আঘাতপ্রাপ্ত (মো. রাকিব প্রধান) বাড়ী আসার উদ্দেশ্যে ঘটনারস্থল মুক্তিরকান্দি ভাণ্ডারীবাজার পৌঁছা মাত্রই সকল বিবাদীরা অতর্কিত এলোপাথারি হামলা চালিয়ে ছেনা দ্বারা কোপাইয়া দু’পায়ের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে। শেষে অটো রিক্সাযোগে উপরোক্ত বিবাদীরা’সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে জোড়পূর্বক মুক্তিরকান্দি হাজী মার্কেটে নিয়ে আটকিয়ে রাখে। খবরটি স্থানীয় মানুষজনের কানে পৌছা মাত্রই স্থানীয়দের সহায়তায় আহত রাকিবকে উদ্ধার করতে গেলে বিবাদীরা আমার উপরও আক্রমন করে। পরে পুলিশ এর উপস্থিতিতে ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে অবস্থান করে বাদী। ঘটনার ২য় দিন গত ১৩ জুলাই সকাল সাড়ে ১১ টার সময় বাড়ী হইতে আহত বেলাল ও জয়নাল আবেদীন চা পানের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌছা মাত্রই সকল বিবাদীরা লাঠি, সোটা, দা, ছেনি’সহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হইয়া ইউপি সদস্য মনির হোসেনের নির্দেশে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এত উভয়ই মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়। তাদের ডাক চিৎকারে আহত রাকিব এগিয়ে এলে বিবাদীরা তাকে ও আঘাত করে। এ সময় বিবাদীরা আহতদের প্যাকেটে থাকা নগদ অর্থ, ব্যবহৃত মোবাইল ফোন, গলার চেইন ছিনিয়ে নেয়। এসময়ে বিবাদীদের হামালায় গোপালকান্দি গ্রামের রাকিব (২২), জয়নাল আবেদীন মোল্লা (৬৫), বিল্লাল (৫০) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে আহত জয়নাল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. আহসান হাবীব।
প্রতিপক্ষের হামলায় আহত রাকিব বলেন, অভিযোগে উল্লেখিত আসামীদ্বয়ের সাথে আমাদের দীর্ঘদিনের ধরে বিরোধ চলে আসছে। তারা পুরো ইউনিয়ন জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় যেমন মাদক ব্যবসার সাথে জড়িত ও সর্বশেষ ইউপি নির্বাচনে মনির হোসেন ও আহত জয়নাল আবেদীন নির্বাচনে অংশগ্রহণ করে, সে নির্বাচনে আমরা জয়নাল আবেদীনকে সমর্থন করি। বিধায় বিবাদীদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়। তারপর থেকেই তারা সুযোগ পেলেই আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আসছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১০, ১১ ও সর্বশেষ ১৩ জুলাই মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছি। প্রকৃতপক্ষে মনির হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা সন্ত্রাসী প্রকৃতির লোক। আমিও আমার পরিবারের সদস্যদের প্রতিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।
অভিযোগ বিষয়ে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে তাদের একটি ঘনিষ্ট সূত্রে জানা যায়, মারামারি ঘটনায় তাদের পক্ষেও থানায় একটি অভিযোগ দিয়েছেন।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.