“অগ্নিকালের মহাপুুরুষ” স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন

অন্যান্য

মোহাম্মদ জুবাইর :
শেখ হাসিনার উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র করলে রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন পরিষদ উদ্যোগে ৩০ আগষ্ট সারাদিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় হযরত শাহ আমানত খান (রা:) মাজারস্থ মসজিদে কোরানখানি, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী শহীদ স্মরণে ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্টিত হয়। বিকাল ৩টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা, আবৃত্তি ও শোক সঙ্গীতসহ বিকাল ৫টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বিশেষ স্মরণীকা ‘অগ্নিকালের মহাপুরুষ’ মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চসিক সফল মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে। জাতীয় শোক দিবস পালন পরিষদের চেয়ারম্যান জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শফর আলী’র সভাপতিত্বে মহাসচিব সাংবাদিক আলী আহমেদ শাহিন ও সমন্বয়কারী প্রণবরাজ বড়–য়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, ব্যবসায়ী নেতা হাজী মোহাম্মদ সাহাবুদ্দীন, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ হোসেন, মানবাধিকার সংগঠক আলহাজ্ব ওসমান গণি, যুবলীগ নেতা সুমন দেবনাথ, মহানগর মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার লুচি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, মাওলানা জয়নাল আবেদীন চিশতী, সাংস্কৃতিক সংগঠক এস এম দিদারুল আলম, যুবনেতা রাশেদুল হক খোকন, সাংবাদিক হারুনুর রশিদ, রোজী চৌধুরী, নারী সংগঠক পারভিন চৌধুরী, এড. মো: কায়সার, পার্থ সারথি, তানভীর আহমেদ রিংকু, এড. টিপু শীল জয়দেব, আবছার আলী খান, শিমুল পাল, ইরফান ইমাদ, কামরুল আলম মিন্টু, সোহেল হক, লায়ন ইয়াসমিন কবির, রক্সি জাহান, রোকসানা করিম পলি, রাশেদা সুলতানা সুমি, শেখ মোজাফফর আহমদ, এম এ সালাম, কাজী আইয়ুব, কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, দেশরতœ শেখ হাসিনার সফল নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ যখন বিশ্বের দরবারে প্রশংসায় পঞ্চমুখর ঠিক সেসময় বিএনপি-জামাত আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ উন্নয়নের রাজনীতি চায়। জঙ্গিবাদ ও সন্ত্রাস চাই না। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন শেখ হাসিনার উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র করলে রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। প্রধান বক্তার বক্তেব্য রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানী হানাদারদের বিতারিত করা হয়েছে। যেসব রাজনীতিবিদ বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে বাংলাদেশের জনগণ তাদের প্রতাখ্যান করবে। উদ্বোধকের বক্তব্যে চবি’র উপ-উপচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে বলেন, ৩০ লক্ষ শহিদদের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দেশরত্ন শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। আসুন শেখ হাসিনার পাশে থেকে উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হই।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.