কুমিল্লা সদরের গুনানন্দীতে মাদক ব্যবসায় সহায়তায় না করায় মারধর ও বাড়ি ঘরে হামলা ভাংচুরের অভিযোগ

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
কুমিল্লা আদর্শ সদরের গুনানন্দি ২১ নং গেইট এলাকায় মাদক ব্যবসায় সহায়তা করতে রাজি না হওয়ায় স্থানীয় সাদেক মিয়ার দুই ছেলে সুমন ও ইউসুফ হোসেনসহ তার পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ২নং উত্তর দুর্গাপুর ইউপির ২নং ওয়ার্ডে গুনানন্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় মাদক কারবারি নাসিরের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী ও ইউপি সদস্যের সরাসরি সহায়তায় এ হামলা চালানো হয়। হামলায় আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নাসিরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি, তার ব্যবহৃত নাম্বারে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
এ ঘটনার যথাযথ বিচার দাবি করে, সোমবার দুপুরে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.