নৌবাহিনীতে চাকুরীর প্রলোভনে দেখিয়ে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রতারক ইব্রাহিম দুলালের বিরুদ্ধে

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
ভুক্তভোগী সুবেল বগুড়া জেলার বাসিন্দা বর্তমানে আশুলিয়ায় কাইচাবাড়ী এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করেন। প্রতারক ইব্রাহিম দুলাল মানবাধিকার কর্মকর্তা পরিচয় দিয়ে, বাংলাদেশ নৌবাহিনীর চাকুরীতে দ্রুত নিয়োগ দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে ৮ লক্ষ টাকা দাবি করে। অসহায় সুবেল চাকরির লোভে ১৬ শতাংশ জমি বিক্রি করেন, এবং গত ২০১৯ সালের মে মাসে প্রতারক ইব্রাহিম দুলাল কে তার সাভারের রেডিও কলোনির ভাড়া বাসায় পরিবারের সকলের উপস্থিতে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন। ইব্রাহিম দুলাল তার পরিবারের সকলের সামনে নগদ ত লক্ষ টাকা বুঝে নেয় এবং ৩ মাসের মধ্যেই সুবেলকে নৌ বাহিনীর সৈনিক পদে ভর্তি করে (এপার্টমেন্ট) নিয়োগ পত্র বুঝিয়ে দেবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। সুবেল উক্ত টাকার একটি ডকুমেন্ট চাইলে প্রতারক ইব্রাহিম বলেন চাকরির সংক্রান্ত লেনদেনের কোন স্ট্যাম্প বা দলিল দেয়া যাবেনা।টাকা হাতিয়ে নেওয়ার তিন মাস অতিবাহিত হলেও সূবেল এর কোন খোঁজ নেয়নি প্রতারক ইব্রাহিম দুলাল। সুবেল প্রতারকের ফাঁদে পড়েছে বিষয়টি বুঝতে পেরে আস্তে আস্তে প্রতারকের কথা রেকর্ড করতে শুরু করেন এবং মেসেঞ্জারের লিখিত ভাষ্যগুলো প্রিন্ট দিয়ে ডকুমেন্ট তৈরি করে। এক পর্যায়ে দুলাল ধীরে ধীরে সুবেল এর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবেই কেটে যায় তিন তিনটি বছর, সুবেল এর জমি বিক্রীত টাকা ফেরত না দেওয়ায় সুবেল এর সাথে পরিবারের মধ্যে নেমে আসে অশান্তির ঝড়।
পরে সুবেল গত ০২-০৯২২২ তারিখে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন প্রতারক ইব্রাহীম দুলাল। বিষয়টি সুবেল তার আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করলে তাদের পরামর্শ মোতাবেক প্রতারক ইব্রাহিম দুলাল এর বিরুদ্ধে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর সুবেল একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক ইব্রাহিম দুলাল বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির জন্য গ্রহণকৃত ৩ তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন, উক্ত টাকা গত ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে সুবেল কে ফেরত প্রদান করবে এই মর্মে সাভার মডেল থানার এস আই হাসান এর নিকট একটি মুচলেকা সহ একটি লিখিত মীমাংসা পত্র প্রদান করেন।সামাজিক মীমাংসা সময় ইব্রাহিম দুলালের সাভারের রেডিও কলোনির ভাড়া বাসার মালিক মোঃ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।পরে ধার্য দিন ছিল কিন্তু গত ৩০ সেপ্টেম্বর ২০২২ উক্ত টাকা ফেরৎ দেওয়ার কথা থাকলেও তিনি ফেরৎ দেননি এবং এস আই এর ফোন রিসিভ করেন নি ও সরজমিনে সে উপস্থিত ও হয়নি। বিষয়টি প্রতারক ইব্রাহীম দুলাল এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি এখন টাকা দিতে পারবনা,আমার কাছে টাকা নেই,বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন র‍্যাব, ডিবি, থানা ফাঁড়ি,যা খুঁশি করুক,আমার ও বাড়ি গোপালগঞ্জ আমি তো একেবারে ভেসে আসেনি।আমি একা নয় আমার সাথে আরও বড় বড় লোক আছে।
এই প্রতারক চক্রের মুল হোতা ইব্রাহিম দুলাল সহ তাদের মুল শিকড় তুলে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.