বিশেষ প্রতিনিধি :
দীর্ঘ ১যুগ দেশ ত্যাগ করে আত্মগোপনে থেকেও রক্ষা পেলো না মাদক কারবারি দেলোয়ার হোসেন (৪৮) পিতা- আমীর হোসেন, সাং- মান্দারি, থানা- সদর দক্ষিণ, কুমিল্লা।
একের পর এক মাদক সহ গ্রেফতার হওয়ার পর জামিনে গিয়ে মামলা থেকে বাঁচার জন্য নিজ এলাকার সীমান্তবর্তী ভারতীয় এলাকায় চলে যান। সেখানে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বসবাস করা শুরু করেন। মাঝে মধ্যে পৈতৃক বাড়িতে এলেও অবস্থান করতেন না। গতকাল সন্ধ্যায় এসআই মনিরুল ইসলাম উক্ত আসামীর আগমনের সংবাদ পূর্বে নিযুক্ত গুপ্তচর মারফত খবর পেয়ে দ্রুত মান্দারী গ্রামে যান এবং কৌশলে তাকে গ্রেফতার করেন। তখন নিজেকে স্ট্রোকের রোগী পরিচয় দিয়ে অসুস্থতার ভান করলেও তাকে এনে উপজেলা হাসপাতালে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং শারীরিক অবস্থা ভালো আছে মর্মে জানান। তার বিরুদ্ধে থানায় দীর্ঘ দিন যাবৎ জিআর ৮৯/০৮ এবং জিআর ৩৪/০৯ মামলায় যথাক্রমে ০৩ বৎসর ও ০৫ বৎসরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পরোয়ানা মূলতবী ছিল। তাকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।