মনির হোসেন :
গত ২৯ নভেম্বর ২০২২ইং রোজ মঙ্গলবার সন্ধা ৭ ঘটিকায় আশুলিয়ার জামগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাসির উদ্যোগে ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে পর পর তিন তিনবারের নির্বাচিত সফল ও স্বর্ন পদক প্রাপ্ত চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টার এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে তার সুযোগ্য সন্তান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ ভুঁইয়ার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাজী মোঃ তোফাজ্জল হোসেন ভুঁইয়া সভাপতিত্বে
১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাপর শেখের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন আহমেদ ভুঁইয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন এর সাবেক দুই দুইবারের সফল চেয়ারম্যান হাজী করিম ভুঁইয়া,৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল মেম্বার হাজী মোঃ আফজাল হোসেন, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সানাউল্লাহ ভুঁইয়া সানি,আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন মীর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজল হক মীর, সাবেক মেম্বার সরোবর হোসেন, ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে আসন্ন ইয়ারপুর ইউনিয়ন উপ- নির্বাচনে ২ কোটি ৯০ লাখ টাকার বিনিময়ে নৌকার প্রতীক এনে দেওয়া হয় এ (সামারি) দায়িত্ব নেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও বিভাগীয় নেতা সহ সবাই মিলে মনোনয়ন বোর্ডের সদস্যদের ভুল তথ্য আদান-প্রদান করে মরহুম সৈয়দ আহম্মেদ মাস্টারের ছেলে সাজানো মোল্লা মোঃ মোশারফ হোসেন মুসা কে।
নানা অভিযোগের মধ্য দিয়ে মরহুম সৈয়দ আহম্মেদ মাস্টার এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে তার ই সুযোগ্য সন্তান সুমন আহমেদ ভুঁইয়ার রাজনৈতিক ও ব্যক্তি জীবনী নিয়ে আলোচনা ও তার পক্ষে দোয়া ও ভোট চান বক্তারা আলোচনা শেষে মরহুম সৈয়দ আহম্মেদ মাস্টার এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।